সাতক্ষীরায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন, জীবন বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতা মূলক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার)সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সকালে শহরের বাসটার্মিনাল থেকে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরা জেলা বাসমালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক গোলাম মোরশেদের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুস্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি আবু শাহিন প্রমুখ।
বক্তারা এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান।
No comments
please do not enter any spam link in the comment box.