খুলনার রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি ||৬ দিনের আন্দোলন কর্মসুচি ঘোষণা
আলহাজ্ব মোঃ ইয়াকুব রাজা|| জাতীয় মজুরী কমিশন ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫’র মজুরী কমিশন বাস্তবায়ন ও ১১ দফা দাবিতে ৬ দিনের আন্দোলন কর্মসুচি ঘোষণা করেছে খুলনার রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিক নেতারা।
গতকাল (শনিবার)সকাল ১০ টায় খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে গেট সভা ও বিক্ষোভ সমাবেশ এ কর্মসূচী ঘোষণা করেন। সমাবেশ আন্দোলনসহ বিভিন্ন কর্মসুচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন, রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিনসহ অনেকে ।
আন্দোলনের কর্মসুচির মধ্যে সড়কে ভুক্ষা মিছিল ও বিক্ষোভ, ধর্মঘট এবং আমরন অনশনের মতো কঠোর কর্মসুচি রয়েছে। এ আন্দোলন ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
No comments
please do not enter any spam link in the comment box.