আজ থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আবিরপাখি|| খুলনায় আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।
সকাল সাড়ে ১১ টায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মেলার উদ্বোধন করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখসালাহউদ্দিন জুয়েল।
মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত।
মেলায় দুটি ব্যাংকের বুথসহ ৪২ ষ্টলে টিআইএন রেজিষ্ট্রেশন, রিটার্ণ দাখিলসহ কর সংক্রান্ত সবধরনের সেবা পাওয়া যাবে। এছাড়াও মেলায় আয়কর সংক্রান্ত প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ বিভিন্ন কর্মসূচিও পালন করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.