বাগেরহাটের মোড়েলগঞ্জে ছাত্রীর বিষপানে আত্মহত্যা ||জেডিসি পরীক্ষা থেকে বহিস্কার ||খুলনার খবর২৪
প্রতিকি ছবি |
খুলনার খবর২৪|| বাগেরহাটের মোড়েলগঞ্জে জেডিসি পরীক্ষার্থী (জিবি আমেনা খাতুন মহিলা দাখিল মাদ্রাসার) শিক্ষার্থী আফরিন বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত আফরিন বড়বাদুরা গ্রামের আসলাম হাওলাদারের মেয়ে। আফরিনের বাবা ও মা ভারতে থাকেন। শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের সাইফুল ইসলামের সাথে বিয়ে দেয় আফরিনে। ওই বাড়িতে থেকেই সে পরীক্ষা দিচ্ছিল। তার স্বজনরা দাবি করছে, পরীক্ষায় বহিষ্কার হওয়ায় আফরিন দুঃখে বিষপানে আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলার আজিজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে চলমান জুনিয়র দাখিল পরীক্ষার গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে কেন্দ্র সচিব তাকে বহিষ্কার করে।সেই দুঃখেই সে বাড়িতে এসে ধানে দেওয়া বিষ পান করে আত্মহত্যা করে। বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় আফরিনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এরপর তাকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।কতর্ব্যরত ডাক্তার জানান, আফরিন ধানে দেওয়া বিষ পান করেছিল, যার মাত্রা অনেক বেশি ছিল। বিষের প্রভাবেই সে মারা যায়।
No comments
please do not enter any spam link in the comment box.