ছবি সংগৃহিত |
আলহাজ্ব মোঃ ইয়াকুব রাজা|| খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২০ অনুস্ঠিত। ফলাফলে আওয়ামী লীগপন্থী প্যানেল বিজয়ী হয়েছে।
এবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপিপন্থী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দু’টি প্যানেলে ১৪টি পদের বিপরীতে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সমিতির ১৩৯১ জনের মধ্যে ১২৫৬ ভোটার তাদের ভোট প্রদান করেছে।নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ১০টি পদ পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
নির্বাচনে সভাপতি সাইফুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৫৫৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কে এম ইকবাল হোসেন ৬২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের মোল্লা মশিয়ুর রহমান (নান্নু) পেয়েছেন ৬১৪ ভোট।
ভোট গণনা শেষে গতকাল রোববার (২৪ নভেম্বর) দিনগত গভীর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৯টায় থেকে ৪টা পর্যন্ত সমিতির মধ্যম ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
No comments
please do not enter any spam link in the comment box.