খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন এস এম শফিউল্লাহ বিপিএম ||খুলনার খবর২৪||
অমিত আকুঞ্জী||খুলনাজেলার পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরুস্কৃত হয়েছেন।
মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরনে তিনি প্রশংসিত হয়েছেন।
খুলনা রেঞ্জের সম্মেলন কক্ষে বুধবার (২০ নভেম্বর) বিকালে এস.এম. শফিউল্লাহ্ বিপিএমকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের ক্রেস্ট তুলে দেন রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদউদ্দিন, বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) খুলনা রেঞ্জ, আবু হেনা খন্দকার অহিদুল করিম পুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) রেঞ্জ ডিআইজির কার্যালয়, এছাড়া খুলনা রেঞ্জের ১০ টি জেলার সব পুলিশ সুপারগণ ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদকে ভূষিত করেন। পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম জানান, এই অর্জন আমার একার নয় খুলনা জেলা পুলিশের সব সদস্য এ সফলতার ভাগিদার।
No comments
please do not enter any spam link in the comment box.