রুপসায় মাদ্রাসা ছাত্র নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনা রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাধাঁল গ্রামের আদনান সানি বাবু নামে আট বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।নিহত আদনানের পিতার নাম মো. জাহাঙ্গীর হোসেন।সে স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।
গত বৃহস্পতিবার রাতে রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাধাঁল গ্রামে এ হত্যাকান্ড ঘটে। রাত ১২টার দিকে ঝুরঝরিয়া খাল পাড়ের ঝিলেঘাট নামক স্থান থেকে মাটিতে পোতা অবস্থায় আদনানের লাশ উদ্ধার করেন নিহতের পিতা ও স্বজনেরা।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আদনান সানি বাবু নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজখুজি করে। খোঁজাখুজির এক পর্যায়ে না পেয়ে পুলিশকে অবহিত করে।এবং খোঁজ চালিয়ে যেতে থাকে।এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দুরে ঝুরঝুরে খালের পাড়ে মাটিতে পোতা অবস্থায় আদনানের মৃতদেহ উদ্ধার করে নিহতের পিতাসহ স্বজনরা। এসময় নিহতের মুখের ভিতর থেকে গলা পর্যন্ত গাছের ডাল ঢুকানো ও ঘাড় মটকানো ছিলো। দেহের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন ছিলো।
পরে রূপসা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে কি কারণে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এ পর্যন্ত জানা যায়নি।পুলিশ সন্দেহজনক ৪জনকে আটক করেছে।
No comments
please do not enter any spam link in the comment box.