নগরীতে ১৫লক্ষ টাকার পলিথিন জব্দ ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| নগরীর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৫ লক্ষাধিক টাকা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় অবৈধ পলিথিনের ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে চারজনকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রবিবার দুপুরে বড় বাজারের খানজাহান আলী হকার্স মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন ও তকী ফয়সাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। র্যাব-৬’র সূত্র জানায়, গতকাল রবিবার বেলা ১১টার দিকে স্কোয়াড কমান্ডার এএসপি তোফাজ্জল হোসেন অন্যান্য সদস্যদের নিয়ে পুরো মার্কেটের পলিথিন ক্রয়-বিক্রয়ের স্থান ও গুদাম ঘিরে রাখেন। মার্কেটের বেশ কয়েকটি গুদামে তল্লাশী চালানো হয়। এসময় ৯টি গুদামে রক্ষিত ৮ হাজার ৭৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ হওয়া পলিথিনের বাজার মুল্য ১ ৫লাখ ৭৬ হাজার ৮শ’ টাকা বলে জানা গেছে।
No comments
please do not enter any spam link in the comment box.