খুলনায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে||খুলনার খবর২৪
প্রতিকি ছবি |
আবিরপাখি|| উৎসব মুখর পরিবেশে চলছে খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের-২০২০।সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম মহসীন। অপর দুইজন সদস্য হলেন- অ্যাডভোকেট মো. লিয়াকত আলী মোল্লা ও অ্যাডভোকেট আক্তার জাহান রুকু।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম মহসীন সকাল ৯টা ৫ মিনিটে বলেন, শান্তিপূর্ণভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রের পরিবেশ বজায় রাখতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, খুলনা জেলা আইনজীবী সমিতির মোট ভোটার ১ হাজার ৩৯১ জন আইনজীবী। দু’টি প্যানেলে ১৪টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদের ব্যানারে দু’টি প্যানেলের প্রার্থীরা এ নির্বাচনে অংশ নিয়েছেন।
No comments
please do not enter any spam link in the comment box.