Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা বিভাগের সেরা ৭৭জন কর দাতাকে সম্মাননা প্রদান ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| ২০১৮-১৯ইং করবর্ষে এবার চার শ্রেণিতে সম্মানান দেয়া হয়।সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ করদাতা তরুণ,  সর্বোচ্চ করদাতা নারী এবং দীর্ঘ সময় কর প্রদানকারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

    এবারে ২০১৮-১৯ করবর্ষে খুলনা কর অঞ্চলে দুই হাজার ৪শ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা আগের বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে কর আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই হাজার ৮শ ৪০ কোটি টাকার বিপরীতে প্রথম প্রান্তিকেই ৬শ ২৯ কোটি টাকা আদায় করা হয়েছে। যা প্রথম চার মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি।
    ২৪ হাজার নতুন করদাতা সনাক্তকরণ লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩৪ হাজারে বেশি নতুন করদাতা টিআইএন নিবন্ধন গ্রহণ করেছেন। এ নিয়ে খুলনা কর অঞ্চলের মোট টিআইএনধারীর সংখ্যা দাঁড়ালো প্রায় তিন লাখ ৬৫ হাজার।
    অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী ১৪ থেকে ২০ নভেম্বর খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সাত দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। রিটার্ন জমা, নতুন টিআইএন গ্রহণ, ব্যাংকের বুথসহ সংশ্লিষ্ট সকল সেবা মেলার স্টলেই মিলবে।
    খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. আব্দুল মান্নান শিকদার,খুলনা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মোস্তবা আলী,পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির , খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক।  খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার মো. রফিকুল ইসলাম। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad