Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মোংলার বৈদ্যমারি বাজারে মারধরের শিকার বাবা-মেয়ে||বিষ দিয়ে মাছ ধরার প্রতিবাদ করায় আহত করেছে দুর্বৃত্তরা


    খুলনার খবর২৪|| সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রতিবাদ করায় বাবা মেয়েকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা।গত রবিবার রাতে মোংলার বৈদ্যমারি বাজারে এ হামলার শিকার হয় দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী গণি বেপারী (৬৩) এবং তার মেয়ে রহিমা বেগম (২৬)। এঘটনায় ৬জনকে অভিযুক্ত করে মোংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগে জানা যায়,গত রবিবার রাত আনুমানিক ৭টার দিকে বৈদ্যমারি বাজারে নাছিমা বেগমের দোকানের সামনে মৎস্য ব্যবসায়ী গণি বেপারী অপর মৎস্য ব্যবসায়ী মোঃ নজরুল বেপারী জেলেদের দিয়ে কেন সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরে এই নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ নজরুল বেপারী, মোঃ শহিদ বেপারী, মহিদ বেপারী, জাহিদ বেপারী, রহিম বেপারী বৈদ্যমারি আগলাদিয়া এবং মিলন বেপারী পিতা মোঃ নজরুল বেপারীসহ অজ্ঞাতনামা ৪/৫জন কেন বিষ প্রয়োগের কথা বললো সে কারনে মৎস্য ব্যবসায়ী গণি বেপারী এবং তার মেয়ে রহিমা বেগমের উপর হামলা চালায়।

    লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিটে আহত গণি বেপারী এবং তার মেয়ে রহিমা বেগমকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তবে প্রতিপক্ষ মোঃ নজরুল বেপারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

    মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, গণি বেপারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad