২০ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পৌছে যাবে নিজ একাউন্টে ২৪ জুন || খুলনার খবর২৪
খুলনার খবর২৪||গতকাল সোমবার (২২ জুন) উপবৃত্তির ৩২৮ কোটি ১৪ লাখ ১ হাজার ৯০০ টাকা ছাড়া হয়েছে। ৪৯২টি উপজেলার প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ লাখ ৯২ হাজার ৭৮০ জন শিক্ষার্থীরা এ টাকা পাবেন।
আগামী ২৪ জুন বাংলাদেশ ব্যাংক থেকে উপবৃত্তি টাকা জিটুপি পদ্ধতিতে সরাসরি প্রত্যেক শিক্ষার্থীর নির্ধারিত মােবাইল অ্যাকাউন্টে পৌছে যাবে।গতকাল এক ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়ে ২০১৯-২০ অর্থবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের উপবৃত্তির টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
একইসাথে জিটুপি পদ্ধতিতে ২০১৯ খ্রিষ্টাব্দের প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রাপ্ত ৮৩ হাজার ৯৬৪ জন শিক্ষার্থীর মাঝে ১৭ কোটি ৩২লাখ ৭৬ হাজার ৩৮৫ টাকা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।ভার্চুয়াল মিটিংয়ে আরও যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুকসহ সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিমের কর্মকর্তারা।
জানা গেছে, প্রতি অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে এক লাখ ৮৭ হাজার ৩৮৪ জনকে ১৮৭ কোটি টাকা বৃত্তি বাবদ দেয়া হয়। বৃত্তি পাওয়া অন্যান্য শিক্ষার্থীদের বরাদ্দ করা টাকা পর্যায়ক্রমে অনলাইনে পাঠানো হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা মন্ত্রনালয়ের সব বৃত্তির কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। আগে ম্যানুয়াল পদ্বতিতে বৃত্তি দেয়া হত। তাই, শিক্ষার্থীদের টাকা পেতে অনেক ঝামেলা হত। অনলাইনে বৃত্তি কার্যক্রম পরিচালনা করার ফলে জিটুপি পদ্ধতিতে বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীর মোবাইল নম্বরে পৌঁছে যাবে। ফলে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে তাদের টাকা পেয়ে যাবে। এতে, সরকারের সময় ও অর্থের সাশ্রয় হবে।
No comments
please do not enter any spam link in the comment box.