সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু || খুলনার খবর২৪
খুলনার খবর২৪||করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের এক কৃষকের (৩২) মৃত্যু হয়েছে।গতকাল রোববার ২১জুুন বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান,জেলার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন থেকে গত শনিবার দুপুরের দিকে প্রচণ্ড জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ওই রোগী। তাঁকে তৎক্ষণাৎ করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ক্রমেই তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।মারা যাওয়ার আগে ওই রোগীর নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় এ নিয়ে ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন। এর আগের ১৫টি মধ্যে ১৩টি প্রতিবেদন পাওয়া গেছে। সবকটি নেগেটিভ প্রতিবেদন এসেছে।
No comments
please do not enter any spam link in the comment box.