Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন দস্যু নিহত|| খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বুলবুল বাহিনীর তিন  সদস্য নিহত হয়েছে। এসময় আটক হয়েছে আরও দুইজন।

    গতকাল রোববার (২৮ জুন) দুপুরে খুলনার র‌্যাব-৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম এসব তথ্য জানান।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মালঞ্চ নদী, খোপড়াখালী নদী ও ফিরিঙ্গি নদী এলাকায় ২৫ জুন রাত থেকে ২৮জুন ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে র‌্যাব।এসময় দুইজন জেলেকে উদ্ধার করা হয়।এবং ৫টি আগ্নেয়াস্ত্র, ৩৩ রাউন্ড গুলি, দেশী অস্ত্র, দস্যুসতায় ব্যববহৃত মালামাল ও ট্রলার জব্দ করা হয়েছে।

    নিহত দস্যুরা হচ্ছে- সাতক্ষীরার হরদহ এলাকার মোঃ লুৎফরের ছেলে শরিফুল ইসলাম (২৪), আশাশুনি উপজেলার বসুখালীর মৃত জামাত আলীর ছেলে হাবিবুর রহমান (২৪) ও অজ্ঞাত (২৫) একজন। এছাড়া আটক অপর দুইজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

    প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল রওশোনুল ফিরোজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad