আজ রোববার বলয়গ্রাস সূর্যগ্রহণ|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আজ রবিবার (২১জুন) সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১১টা ১৭ মিনিটে। আকাশ পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, রাজশাহী ও রংপুরে সকাল ১১টা ১৭ মিনিটে, খুলনায় সকাল ১১টা ২০ মিনিটে, ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সকাল ১১টা ২৩ মিনিটে, সিলেটে সকাল ১১টা ২৭ মিনিটে এবং চট্টগ্রামে সকাল ১১টা ২৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।সূর্যগ্রহণ শেষ হবে ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,আজ রোববার ২১ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে যাচ্ছে। সকাল ১১টা ২৩ মিনিট থেকে দুপুর ২টা ৫২ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে।বাংলাদেশ থেকে পূর্ণ বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে না। দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
বছরের একটা সময় চাঁদ পৃথিবী আর সূর্য একই সরল রেখায় চলে আসে। তখন যদি চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যকে সরাসরি দেখা যায় না। চাঁদের পেছনে ঢাকা পড়ে সূর্য। যদি সূর্য সম্পূর্ণ ঢাকা পড়ে তখন সেটাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।
No comments
please do not enter any spam link in the comment box.