নোকিয়া বাজারে আনলো নোকিয়া ৮১১০ মডেলের ৪জি ফোন|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| ক্রেতাদের চাহিদা অনুযায়ী নোকিয়া বাজারে আনলো তাদের নোকিয়া ৮১১০ মডেলের ৪জি ফোন। এটি একটি কিপ্যাড ফোন হলেও ৪জি সুবিধাসম্পন্ন।তবে এটি অ্যান্ড্রয়েড নয়।
ফোনটিতে আছে নোকিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম ‘কাইওএস’। ৪ জিবির ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির মূল আকর্ষণ এর বাঁকানো স্ক্রিন। ব্যাটারির ক্ষমতা ১৫০০ এমএএইচ, র্যাম ৫১২ এমবি।আরও আছে এলইডি ফ্ল্যাশ-সহ ২ মেগাপিক্সেল ক্যমেরা। আছে ফেসবুক, টুইটার, গুগল সার্চ, গুগল অ্যাসিসট্যান্ট প্রভৃতি অ্যাপ ব্যবহারের সুবিধাও।ডুয়াল সিম যুক্ত এই ফোনে মাইক্রো ও ন্যানো এই দু’টি সিম কার্ড ব্যবহার করা যাবে। মেমরি কার্ড ব্যবহার করে স্টোরেজ ক্ষমতা বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত।
তবে এর দাম ধরা হয়েছিল ৫৯৯৯ টাকা। এখন থেকে ৪৯৯৯ টাকাতেই পাওয়া যাবে ফোনটি।বর্তমানে এটি ভারতে চালু করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.