খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু || খুলনার খবর২৪
খুলনার খবর২৪||খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন রোগী মারা গেছেন। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বেলা ১১টার মধ্যে তাঁরা মারা যান।
করোনা ডেডিকেটেড হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) ফোকাল পারসন চিকিৎসক শেখ ফরিদ উদ্দিন জানান, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গত শনিবার (২০ জুন) করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেছার উদ্দিন (৫৬)। তাঁর বাড়ি খুলনা নগরীর দৌলতপুরের পাবলা এলাকায়। আজ সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
অন্যদিকে, মুহাম্মদ ওমর ফারুক নামের আরেক ব্যক্তি। তাঁর বাড়ি খুলনা সদরের দিলখোলা রোড এলাকায়। তিনিও গত শনিবার করোনা পজিটিভ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্টের কারণে তাঁকেও আইসিইউতে রাখা হয়েছিল।আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের ফকিরহাট এলাকার উপেন্দ্রনাথ পাল (৭৫) নামের এক চিকিৎসক এবং আজ সকাল ৬টার দিকে খুলনা নগরের শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) নামের এক ব্যক্তি একই হাসপাতালে মারা যান। তাঁরা উভয়ই করোনা পজিটিভ ছিলেন।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত খুলনা জেলায় কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ছিল ১৬। সকালে তিনজন মারা যাওয়ায় ওই সংখ্যা হয়ে দাড়িয়েছে ১৯।
No comments
please do not enter any spam link in the comment box.