খুলনায় কোভিড-১৯ এ তিনজনের মৃত্যু || খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সাইফুল ইসলাম||খুলনায় আজ শুক্রবার (২৬ জুুুন) নতুন করে কোভিড-১৯–এ সংক্রমিত তিনজন রোগী মারা গেছেন। এই তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।আজ সকাল থেকে দুপুরের মধ্যে এই তিনজন মারা যান।
খুলনা করোনা হাসপাতালের সমন্বয়ক চিকিৎসক মো. মিজানুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুমিচা বেগম (৩৭) নামের এক করোনা ‘পজিটিভ’ নারীকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা ২টায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। ওই নারী অন্তঃসত্তা ছিলেন।এবং সকাল ১০টার দিকে খুলনার জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাড়িতে করোনা পজিটিভ শেখ সোহরাব হোসেনের (৬০) মৃত্যু হয়।সোহরাব হোসেন গত বুধবার (২৪ জুন) খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকজন রোগী ওই দিন মারা যান এবং ভালো চিকিৎসা না হওয়ায় পরদিন সোহরাব হোসেনকে তাঁরা বাসায় নিয়ে যান।এবং আজ সকালে তিনি নিজ বাসায় মারা যান।বেলা ২টার দিকে নগরীর মহেশ্বরপাশা এলাকার আব্বাস উদ্দিনের স্ত্রী মতিয়ারা বেগম (৫৫) নিজ বাড়িতে মারা গেছেন। তিনি করোনা পজিটিভ ছিলেন বলে জানিয়েছেন খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ।
No comments
please do not enter any spam link in the comment box.