Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোর বোর্ডে পুনরায় নিরীক্ষার আবেদন করেছে প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষার্থী|| খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরিক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ৩৪ হাজার ২৮৪ টি। ১৬ হাজার ৪১০ জন শিক্ষার্থী এই আবেদন করেছে। গতকাল সোমবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেন।

    ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার সময় ছিল। এবার মোট ১ লাখ ৪০ হাজার ২৪৩ পরীক্ষার্থীর মধ্যে ১৬,৪১০ জন খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে। ৩৪,২৮৪ টি আবেদন জমা পড়েছে।তারমধ্যে রয়েছে বাংলা প্রথমপত্রে ১,৭৫১ টি, বাংলা দ্বিতীয়পত্রে ১,৭৫১ টি, ইংরেজি প্রথমপত্রে ৩,৬৯৬ টি, ইংরেজি দ্বিতীয়পত্রে ৩,৬৯৬ টি, অংকে ৩,২৪১ টি, উচ্চতর গণিতে ২,১৬০ টি ভূগোলে ১,১৫৮ টি, ইসলাম শিক্ষায় ১,০১৩ টি, হিন্দু ধর্মে ১২৪ টি, খ্রিস্টান ধর্মে ৯ টি, , সাধারণ বিজ্ঞানে ২,০৬২ টি, কৃষি শিক্ষায় ১,২১০টি, পদার্থ বিজ্ঞানে ১,৭৮৯ টি, রসায়নে ২,৪৯০ টি, জীব বিজ্ঞানে ১,৩৪১ টি, পৌরনীতিতে ১১৩ টি, অর্থনীতিতে ৩৭০ টি, ব্যবসা উদ্দ্যোগে ২০৯ টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২,৭৫৯ টি, গার্হস্থ অর্থনীতিতে ৩৩ টি, ফিন্স্যাস ও ব্যাংকিংয়ে ৩৮৮ টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ৪১৯ টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১,৬১৫ টি আবেদন পড়েছে।

    তিনি বলেন, গত বছরের থেকে এবার যশোর শিক্ষাবোর্ডে তিন শতাংশের মত বেশি শিক্ষার্থী ফেল করেছে। তাই পুনঃনিরীক্ষার আবেদনের সংখ্যাও বেড়েছে। ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী আবেদন করেছে। আবেদনকারীদের মধ্যে পাস করা শিক্ষার্থীদের হার বেশি। জিপিএ-৫ পাওয়ার আশায় তারা আবেদন করেছে। প্রতিটি খাতা ডাবল চেক করা হবে। ভুল থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad