বাজারে আসছে রেডমি ৯ সিরিজের নতুন ফোন || খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আসছে রেডমি সিরিজের নতুন তিনটি ফোন। উন্মোচন করতে যাচ্ছে শাওমি। এই সিরিজের অধীনে লঞ্চ হবে রেডমি৯, রেডমি৯এ ও রেডমি ৯সি।সম্প্রতি ইন্টারনেটে এই তিন ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফোন উন্মোচন করবে শাওমি।২৫ জুন ভারতে উন্মোচন করা হবে এই ফোনগুলোর সিরিজ।
ওয়েবসাইটের তথ্যমতে, এই ফোনটি এমআইইউআই ১২ ইন্টারফেসের সাথে আসবে। এতে ফোরজি সাপোর্ট থাকবে।এছাড়াও ফোনে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হবে। ফোনটি ডুয়েল সিম সাপোর্টের সাথে আসবে।এদিকে মাই স্মার্ট প্রাইজ এর প্রতিবেদন অনুযায়ী, রেডমি৯এ একটি সিঙ্গেল ব্যান্ড ফোন হবে। এতে ২.৪জি ওয়াই-ফাই কানেক্টিভিটি থাকবে। ফোনের সাইজ হবে ৬৪ এমএম x ৭৭.০৭ এমএম x ১৫ এমএম।এতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হবে। যদিও কোম্পানির তরফে ফোনের ফিচার জানানো হয়নি।
No comments
please do not enter any spam link in the comment box.