মেহেরপুরে নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||মেহেরপুরে নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।গতকাল বুধবার (২৪ জুুুন) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ২০ টি প্রাপ্ত রিপোর্ট এর মধ্যে ৬ টি পজিটিভ পাওয়া গেছে । এর মধ্যে মেহেরপুর শহরে ৫ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন পজিটিভ।
মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরপুর থেকে করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২০ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ৬ টি পজিটিভ রিপোর্ট বাকি ১৪ জনের নেগেটিভ।এদের মধ্যে মেহেরপুর শহরের চক্রপাড়ায় ৩ জন, মল্লিক পাড়ায় ১ জন, মন্ডলপাড়ায় ১ জন ও মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ১ জন।
এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৬শ ৩৮জনের মধ্যে ৫৮টি পজেটিভ এর মধ্যে ২২ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।
No comments
please do not enter any spam link in the comment box.