২২৮০০ টাকায় বিক্রি হলো ১৯ কেজি ওজনের নদীর একটি পাঙ্গাশ মাছ|| খুলনার খবর২৪
ছবি সংগৃহীত |
গত রোববার রাত ১টার দিকে দৌলতদিয়া পদ্মার ৬ নম্বর ফেরীঘাট এলাকায় জেলে গুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।মাছটি পাশেই দৌলতদিয়া মাছ বাজারের ব্যবসায়ী নাটাই মোল্লার কাছ থেকে ১২০০ টাকা কেজি দরে ২২৮০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
জেলে গুরু হালদার জানান, রাতে তিনি কয়েকজন সঙ্গী নিয়ে নদীতে মাছ ধরতে যান। ৩ ঘণ্টা পর পদ্মার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছে জাল ফেলতেই জোরে একটু ঝাঁকুনি দেয়।তখনই বুঝতে পারি জালে বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে।ঘণ্টাখানেক সময় নিয়ে জাল টেনে নৌকায় উঠালে দেখি বড় একটা পাঙ্গাশ মাছ।পরে সেটা মাছ বাজারের ব্যবসায়ী নাটাই মোল্লার কাছ বিক্রি করে দিই।
No comments
please do not enter any spam link in the comment box.