মেহেরপুরে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১২জন আক্রান্ত || খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| করোনা ভাইরাসে মেহেরপুরে একদিনে সর্বোচ্চ ১২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।গতকাল শনিবার (২৭ জুুুন) রাতে এ পজেটিভ রিপোর্ট আসে।
করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৫৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১২টি পজিটিভ । বাকি ৪৩ জনের নেগেটিভ রিপোর্ট ।এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় একটি ফলোআপ সহ ৬টি এবং গাংনী উপজেলার বাকি ৬টি পজিটিভ। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১২টি পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৭শ ৫২জনের মধ্যে ৭২টি পজেটিভ এর মধ্যে ২৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।
No comments
please do not enter any spam link in the comment box.