Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ ১০৯জন করোনা পজিটিভ|| খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমানসহ আরও ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।গতকাল শুক্রবার (২৬জুন) খুমেকের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে।

    খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শুক্রবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ২৬৮টি। এদের মধ্যে মোট ১১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১০৯ জন খুলনার। বাকিদের মধ্যে বাগেরহাট জেলার একজন, নড়াইল জেলার দুইজন, পিরোজপুরের একজন, বরিশালের একজন রয়েছেন।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। এছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাতাব হোসেনেরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

    অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকান্দার বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার আরএমও মিজানুর রহমান করোনা শনাক্ত হন। তার শরীরের অবস্থা ভাল থাকায় সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে। খুলনার সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসক শুক্রবার করোনা পজিটিভ হয়েছেন বলে তিনি জানান।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad