কেশবপুরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে মারপিট || খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
জানা গেছে, কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদে সম্প্রতি সমগ্র বাংলাদেশে মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারীভাবে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।বরাদ্দের টাকা মসজিদের সভাপতি আব্দুস সাত্তার শেখ উত্তোলন করে নিয়ে আসলে ওই টাকা আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বর আব্দুল কাদের বিশ্বাস ইমাম মুয়াজ্জিনকে দিবেন বলে নিজের কাছে রাখেন। টাকা না পেয়ে সাংবাদিকদের কাছে ঈমাম ও মুয়াজ্জিন অভিযোগ করেন।অভিযোগ পেয়ে সাংবাদিক সোহেল পারভেজ গত ৮ জুন "দৈনিক নওয়াপাড়া পত্রিকায়" সংবাদটি প্রকাশ করেন। প্রকাশিত সংবাদে টাকা আৎসাতের খবর প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস সাংবাদিক সোহেল পারভেজকে মারপিট করে আহত করে। এলাকাবাসী গুরুতর আহত সাংবাদিক সোহেল পারভেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস জানান, রাগের বশবর্তী হয়ে তাকে দু একটা চড় থাপ্পড় দেয়া হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে সাংবাদিককে মারপিটের এ ঘটনায় কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিকরা অবিলম্বে আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
No comments
please do not enter any spam link in the comment box.