এসিআই এনিমেল হেলথের উদ্যোগে খুলনায় জীবাণুনাশক ইউনিডিন স্প্রে || খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আরিফ বিল্লাহ|| সমগ্র বিশ্ব আজ করোনা আতঙ্কে আতঙ্কিত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বর্তমান এই পরিস্থিতি প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষার অংশ হিসেবে এসিআই এনিমেল হেলথ জনসচেতনতা মূলক কাজের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ইউনিডিন শক্তিশালী জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চলছে একই সাথে খুলনাসহ চারটি বিভাগীয় শহরে। চারটি বিভাগীয় শহরের মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর। এছাড়া ২টি জেলা শহর কুষ্টিয়াত ও বগুড়াতেও আজ মঙ্গলবার এই কার্যক্রম চলছে।
এসিআই এনিমেল হেলথ এর সেলস ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন খান বলেন,দেশের সকল ক্লান্তি লগ্নে আগেও পাশে ছিল এসিআই আজও পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। এসিআই এনিমেল হেলথ তাদের একটি নিজস্ব স্লোগান রয়েছে, সেটি হল আতঙ্কিত নয়, সচেতন হোন নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। খুলনা ময়লাপোতা মোড় এর আজকের এই সমগ্র কার্যক্রমের সার্বিক পরিচালনা করছে করেন, এসিআই এনিমেল হেলথ এর সেলস ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন খান। খুলনার এই প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, গোপাল চন্দ্র পাল, জোনাল সেলস ম্যানেজার, মোঃ আবু রায়হান এরিয়া ম্যানেজার, ডা: আল ইমরান খান, এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিসেস ও স্থানীয় অফিসারবৃন্দ।
No comments
please do not enter any spam link in the comment box.