খুলনাঞ্চলের সরকারি জুটমিল বন্ধ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমরণ অনশনসহ ৪ দিনের কর্মসূচি ঘোষণা|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সাইফুল ইসলাম||দেশের সরকারি ২৫টি জুটমিল বন্ধে পাট মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ রবিবার ২৮জুুন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরণ অনশনসহ ৪ দিনের কর্মসূচি দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ- নন-সিবিএ সংগ্রাম পরিষদ।
পাট মন্ত্রণালয় থেকে অযোগ্য লোকদের সরিয়ে মিলগুলোকে আধুনিকায়নের মাধ্যমে লাভে ফেরানো সম্ভব বলে দাবি পরিষদের।লোকসানের কারণদেখিয়ে গত ২৫ মে পাট মন্ত্রণালয় দেশের ২৫টি সরকারি জুট মিল বন্ধের সিদ্ধান্ত নেয়।এরমধ্যে খুলনাঞ্চলের ৯টি পাটকল রয়েছে।গোল্ডেন হ্যান্ডশেকেরমাধ্যমে শ্রমিকদের বিদায় দিয়ে মিল বন্ধ করতে চায় সরকার। এর প্রতিবাদে আবার রাজপথে নেমেছে শ্রমিকরা। সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে শ্রমিকরা।
No comments
please do not enter any spam link in the comment box.