Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    করোনা মোকাবেলায় যশোরে প্রশাসনের নতুন বিধিনিষেধ || খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||যশোরে করোনা মোকাবেলায় প্রশাসনের নতুন বিধিনিষেধ।আগামী শনিবার (১৩জুন) থেকে এই বিধি নিষেধ আরোপ হতে পারে বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসন।

    গতকাল বৃহস্পতিবার (১১জুন) দুপুরে যশোর সার্কিট হাউজে ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভায় এই সিদ্ধান্ত হয়।সিদ্ধান্ত গুলো হলোঃ

    ১। শহরে ইজিবাইকের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা।ও ছোট এই গণপরিবহনে যাত্রী সংখ্যা কমানো।

    ২। অভয়নগরের নওয়াপাড়া শহরসহ যেসব এলাকায় করোনা রোগী দ্রুত বাড়ছে, সেসব স্থান লকডাউন করা হবে।

    ৩। যশোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দোকানপাট ক্যাটাগরিভিত্তিতে সীমিত পরিসরে খোলা রাখা। এক্ষেত্রে বিভিন্ন ধরনের পণ্যের দোকান সপ্তাহে দুইদিন করে খোলা রাখার ব্যবস্থা হতে পারে।

    ৪। বাইরে বেরুনো লোকজনকে অবশ্যই মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রশাসনিক তৎপরতা ও আইনি ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে।

    ৫। ব্যাংক, পোস্ট অফিসসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যেন স্বাস্থ্যবিধি মানা হয়, দরকারি উদ্যোগ নেওয়া হবে সেবিষয়েও।

    সভায় জেলা প্রশাসক বলেন, ‘যশোর শহরের বাজার এলাকায় কোনোভাবেই মানুষের ভিড় কমানো যাচ্ছে না। সেই কারণে রোটেশনভিত্তিতে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত  হয়েছে। ট্রায়াল বেসিসে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এক্ষেত্রে পৌরসভার মেয়র ও প্রেসক্লাব সভাপতি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি ঠিক করবেন। রাস্তায় ইজিবাইকের সংখ্যা ও যাত্রী কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি বাস্তবায়ন করবেন পৌরসভার মেয়র। এছাড়া অভয়নগরের নওয়াপাড়া পৌরসভাসহ উপজেলার কয়েকটি এলাকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। নওয়াপাড়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডসহ যেসব এলাকায় রোগীর সংখ্যা বেশি, সেখানে লকডাউন করা হবে।

    গতকালের এ সভায় সভাপতিত্ব করেন ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

    সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যশোরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক কবির আহম্মেদ,পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ আরো অনেকে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad