Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    নডাইলে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি চালু || খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| নড়াইলে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার কর্মসূচি চালু করেছিলেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।এরই ধারাবাহিকতায় নড়াইলে তাঁর নেয়া কর্মসূচির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে করোনা মহামারির কারণে কৃষককে ধান বিক্রি করতে কোথাও আসা লাগছে না, কৃষকের বাড়িতে ট্রাক নিয়ে গিয়ে ধান ক্রয় করছে জেলার খাদ্য বিভাগ।

    কৃষকের ধান বিক্রি সহজিকরণে মাশরাফী বিন মোর্ত্তজা রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও কিছু কৃষকের সঙ্গে আলোচনা করে জেলা প্রশাসন ও খাদ্য অফিসকে কৃষকের বাড়িতে বাড়িতে যেয়ে ধান ক্রয় করতে অনুরোধ করেছেন।এক্ষেত্রে যাবতীয় পরিবহন খরচ সাংসদ মাশরাফী নিজেই বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে, জেলার খাদ্য বিভাগ নির্বিঘ্নে কৃষকদের বাড়িতে গিয়ে ধান ক্রয় করছে। আর বাজারের দামের সাথে সরকারি দামের তারতম্য না থাকায় কৃষকরা উৎসাহ নিয়ে ধান আনন্দের সাথে বিক্রি করছে।ধানের বর্তমান বাজার মূল্য ৯০০ টাকা থেকে ১০৫০ টাকা আর সরকার নির্ধারিত মূল্য ১০৪০ টাকা। ফলে বাড়িতে গিয়ে ১০৪০ টাকা দিয়ে ধান কেনায় কৃষকরা অনেক আনন্দিত

    এ বিষয়ে জেলা খাদ্য নিযন্ত্রক শেখ মনিরুল ইসলাম জানান, মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা আমাদের ২টি ট্রাক দিয়েছেন যা নিয়ে গতকাল আমরা নডাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে যাই। সেখান থেকে কৃষক কোহিনুর রহমান, বিন্দু রহমান ও আরতি দাসের নিকট থেকে ১ টন করে ধান ক্রয় করি এবং ওই খানেই তাদের হাতে ২৬,০০০ টাকার চেক প্রদান করি।

    নডাইল জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেযারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু জানান, জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে কৃষকদের পাশে দাড়িয়েছেন। আর করোনার মধ্যেও নড়াইলে ধান কেনার এমন অভিনব কার্যক্রম চালু করায় মাশরাফীকে ধন্যবাদ জানান তিনি। করোনা পরিস্থিতিতে কৃষকের বাড়িতে গিয়ে ধান কেনার এই পদ্ধতি অনুসরণে দেশের সংশিষ্ট সকলকে আহবান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    ধান কেনার জন্য যোগাযোগ করতে ০১৯১২৬৯৬৯৩১ এই নম্বরে বা সরাসরি খাদ্য অফিসে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad