Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় যৌন নিপিড়নের অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক || খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| পাইকগাছায় এক মাদ্রাসা ছাত্রের মাকে যৌন নিপিড়ন করার অভিযোগে পুলিশ মাদরাসা শিক্ষককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    মামলার সূত্রে জানাগেছে, উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের আরশাদ আলীর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে তালা উপজেলার মহল্লাপাড়া গ্রামের মীর ইয়াসিন আলীর পরিবার।ইয়াসিন আলীর ছেলে মেহেদী হাসান পাশ্ববর্তী নাছিরপুরের রেজাকপুর বায়তুল নূর আয়েশা বুকমি হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করে। ছেলের পড়াশোনার খোঁজ নিতে মা রূপালী বেগম মাঝে মধ্যে মাদরাসায় গেলে মাদরাসা শিক্ষক তারা উপজেলার খলিলনগর গ্রামের মৃত একিম শেখের ছেলে মেহের উল্লাহ শেখ (২৩) ছেলের পড়াশোনার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে রূপালী বেগমকে কুপ্রস্তাব দেয়।

    এর প্রতিবাদ করলে ছেলেকে মাদরাসা থেকে বের করে দেবে বলে ভয় দেখায়।এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রূপালী বেগম তার ছেলেকে মাদরাসায় এগিয়ে দিতে যায়। সেখানে পৌছানোর পর মাদরাসা শিক্ষক মেহের উল্লাহ অফিস কক্ষে ফেলে রূপালী বেগমকে জোরপূর্বক যৌন নিপিড়ন করার চেষ্টা করে।এ সময় মাদরাসা শিক্ষককে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করে ছাত্রের মা রূপালী বেগম।

    পরে এ ঘটনায় রূপালী বেগম বাদী হয়ে মাদরাসা শিক্ষক মেহের উল্লাহকে আসামীকে থানায় মামলা করে। ওসি এজাজ শফী জানান, যৌন নিপিড়নকারী শিক্ষক মেহের উল্লাহকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad