Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ যানবাহন||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||খুলনার সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন ধরনের যানবাহন।কমছে না এদের দৈরত্ব নসিমন,ট্রলি,লেগুুুুনা,আলমসাধু যে নামেই ডাকুক না কেন সবটাই অবৈধ।

    নিষিদ্ধ এই সব যানের নেই  কোন ইমারজেন্সি ব্রেক নেই চালকদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা।যার ফলে প্রতিদিন ঘটছে কোথাও না কোথাও ছোট-বড় দুর্ঘটনা, ক্ষতি হচ্ছে জানমালের। কেউ মারা যাচ্ছে আবার কেউ পঙ্গুত্ব বরণও করছেন।

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারাদেশে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা, টেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে তখন বলা হয়েছিল, ভবিষ্যতে যেসব সড়ক-মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে, সেসব মহাসড়কের পাশে ধীরগতির যানবাহন চলায় বাইলেন নির্মাণ করা হবে। কিন্তু সেই ঘোষণা ও প্রজ্ঞাপনের চার বছর পরও মহাসড়কে অরাজকতা বন্ধ হয়নি। উদ্যোগ নেওয়া হয়নি ধীরগতির থ্রি-হুইলারের জন্য বিকল্প লেন  তৈরির। মন্ত্রণালয়ের উদ্যোগের পর বারবার চেষ্টা করেও দেশের ২২ মহাসড়কে নসিমন, করিমন, আলমসাধু, ভটভটিসহ অনিয়ন্ত্রিত যান চলা বন্ধ করা যায়নি। এসব অবৈধ যানবাহনের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে সড়ক-মহাসড়ক। অটোরিকশা, ইজিবাইক, লেগুনা, নসিমন, টেম্পো, ভটভটি, আলমসাধু, মাহেন্দ্রা সহ অবৈধ যানবাহনের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad