মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নতুন টেলিফোন সংযোগ ও পুনঃসংযোগ সম্পূর্ণ ফ্রী,কমছে কলরেট||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) টাকা ছাড়াই নতুন টেলিফোন সংযোগ ও পুনঃসংযোগ দিচ্ছে। এছাড়া ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্ট বাতিল করা হয়েছে।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, প্রতিমাসে বিটিসিএলের কল রেট আনলিমিটেড মাত্র ১৫০ টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে। সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
No comments
please do not enter any spam link in the comment box.