যশোরে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||যশোর সদর উপজেলার হাশিমপুর মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ জানুয়ারী) রহেলাপুর যুব সংঘের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৭টি গরুর গাড়ি অংশ নেয়।এই খেলা দেখতে উপস্থিত হন হাজারো দর্শক।প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়।মোট ৬ রাউন্ড দৌড় শেষে প্রতিযোগিতায় বাঘারপাড়ার জলকরের রহমতের গরুর গাড়ি প্রথম স্থান অধিকার করে।একই উপজেলার সুখদেবপুরের নজরুল ইসলামের গরু গাড়ি দ্বিতীয় ও সদরের ফুলবাড়ির মনিরের গরুর গাড়ি তৃতীয় স্থান অর্জন করে।
খেলা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.