বাগেরহাটে স্বামীর হাতে খুন হলো নববধু ||ভাবির সাথে পরকিয়া ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||বাগরেহাটের মোল্লাহাটে বিয়ের ৪ মাস যেতে না যেতেই স্বামীর হাতে খুন হয়েছেন নববধু ডনি আক্তার মিম (১৮)।
গত শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ডনি আক্তার মিম খুলনার কয়রা থানার আনিসুর রহমানের মেয়ে। চার মাস আগে মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামের ধলু সেখের ছেলে সাহাদাত সেখের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মিমের। কিছুদিন যেতে না যেতেই সাহাদাতের বড় ভাইয়ের স্ত্রী কামনা বেগমের সঙ্গে পারিবারিক মনোমালিন্য হয়। সাহাদাতের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রীর পরকীয়া রয়েছে বলে মিম তার মাকে সহ আত্মীয়দের জানায়।এমন পরিস্থিতির মধ্যেও মিম তার স্বামীর পৈতিক বাড়ি চাঁদেরহাটে বসবাস করে আসছিল।গত শনিবার দুপুরের দিকে মিম বাইরে থেকে বাড়িতে এসে তার স্বামীকে ভাবির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে তাকে থামাতে স্বামী সাহাদাত ও তার পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনার পর সাহাদাত সেখ সহ পরিবারের লোকজন পালিয়ে যান।
বিকেলে পুলিশ চাঁদেরহাট গ্রামে নববধূ নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে জামাই সাহাদাত সেখসহ তিনজনের নামে হত্যা মামলা করেছেন। পুলিশ ওই নবধূর মরদেহ উদ্ধার করে রোববার (১২ জানুয়ারি) বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
No comments
please do not enter any spam link in the comment box.