সাবেক প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের ছোট ছেলে হারপিক পানে আত্মহত্যা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আলহাজ্ব ইয়াকুব রাজা||খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের ছোট ছেলে এবং খুলনা জেলা পরিষদের সদস্য অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) হারপিক পানে আত্মহত্যা করেছেন।
গতকাল বুধবার সকালে তিনি ডুমুরিয়ার আরাজি সাজিয়ারা গ্রামের নিজ বাড়িতে হারপিক পান করে অসুস্থ হলে বেলা সাড়ে ১১টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়ার পর রাত ৮টায় সেখানে তার মৃত্যু হয়।
নারায়ণ চন্দ্র চন্দের বড় ছেলে বিশ্বজিৎ চন্দ্র চন্দ তার ভাই অভিজিৎ চন্দ্র চন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে অত্যন্ত সততার অধিকারী এক সময়ের পেশায় শিক্ষক নারায়ন চন্দ চন্দ্র এমপি’র সাথে আদর্শিক দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।
No comments
please do not enter any spam link in the comment box.