অবৈধ নোট ও গাইড বইয়ের বিরুদ্ধে সিরিজ অভিযান শুরু||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| অবৈধ নোট ও গাইড বইয়ের বিরুদ্ধে সিরিজ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সাতক্ষীরা জেলাব্যাপী এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।শহরের বিভিন্ন বইয়ের দোকানগুলোতে অবৈধ নোট ও গাইড বই এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কিছু অবৈধ নোট ও গাইড বইও জব্দ করা হয়।
গতকাল শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে সাতক্ষীরা জেলার বিভিন্ন বইয়ের দোকানে অবৈধ নোটবই এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দোকানগুলোতে প্রাপ্ত অবৈধ নোট বই জব্দ ও পরবর্তীতে কেউ যেন এধরণের নোট বই বিক্রি না করে সে ব্যাপারে সতর্ক করা হয়।তিনি আরও জানান, জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। নোটবই বা গাইড বই মুখস্থ করার সংস্কৃতি প্রতিভাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীরা পরিনামে আত্মবিশ্বাসহীনতায় ভুগে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ লাভের এখনই উপযুক্ত সময়।
এদিকে কালিগঞ্জেও অভিযান পরিচালনা করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে উপজেলার ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।এছাড়াও তালা,কলারোয়া,দেবহাটা,মুন্সিগঞ্জসহ সাতক্ষীরা অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এধরণের অভিযান সারাদেশেই অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
No comments
please do not enter any spam link in the comment box.