খুলনার রূপসা ও ভৈরব পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই অভিযান ||খুলনার খবর২৪
ফাইল ছবি |
গতকাল সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভাপতিত্ব করেন।
মহানগরীসহ আশপাশের খাল ও নদী সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে দুই পাড় দখল করা হয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানি বাধাগ্রস্ত হয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার পাশে অবৈধ দোকানপাট যেমন ফুটপাতে চলাচলের বিঘ্ন ঘটায়,তেমনি অনেক অপরাধেরও জন্ম হয়।তাই এসব অবৈধ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.