এখন থেকে খুলনায় বাণিজ্য মেলা হবে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||শরিফুল ইসলাম|| খুলনা সিটি কর্পোরেশেনের মেয়র তালুকদার আব্দুল খালেক ঘোষণা দিয়েছেেন খুলনা সার্কিট হাউস মাঠে আর কখনও বাণিজ্য মেলা হবে না। গতকাল খুলনা সার্কিট হাউস মাঠে শেখ রাসেল অনূর্ধ্ব-১৩ একাডেমী কাপ ক্রিকেটের উদ্বোধনকালে একথা বলেন সিটি মেয়র। সিটি মেয়র টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
সিটি মেয়র বলেন, খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো খুলনা সার্কিট হাউস মাঠে শুধুমাত্র খেলাধুলা আর দুই ঈদের নামাজের জন্য ব্যবহার করার। আমি আজ পরিস্কারভাবে আপনাদের আশ্বস্ত করতে চাই এই মাঠে আর কোনদিন কোন এক্সিবিউশন, কোন বাণিজ্য মেলা হবে না। এ বছর থেকে বাণিজ্য মেলা হবে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। তিনি বলেন, আমার সাথে এরই মধ্যে খুলনা চেম্বারের সভাপতির সাথে কথা বলেছি, তাদেরকে আমরা বলেছি সার্কিট হাউস মাঠ নষ্ট হয় এমন কোন কিছু যেন না হয়, তারা আমাদের সাথে একমত হয়েছে।
এই মাঠে খেলাধুলা, দু’টি ঈদের নামাজ আর বড় ধরনের কোন জনসভা যেমন সরকার প্রধানের জনসভা কিংবা অন্য কোন বড় রাজনৈতিক দলের প্রধানের জনসভা হলে আয়োজন করা হবে। এর বাইরে খেলাধুলা বাদে আর কোন কিছুই হবে না।
No comments
please do not enter any spam link in the comment box.