Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুস্ঠিত ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৬ জানুয়ারি থেকে নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ১২দিন ব্যাপি ‘সুলতান মেলা’ শুরু হয়েছে।

    গতকাল মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুস্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদ।জমজমাট এ ষাঁড়ের লড়াই দেখতে নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা ঝিনাইদহ ও যশোর থেকে হাজারো মানুষ ভীড় জমায়। বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশত ষাঁড় এ লড়াইয়ে অংশ নেয়। কয়েক দফায় লড়াই অনুষ্ঠিত হয়।লড়াই দেখার জন্য এ সময় মাঠের চারপাশে চলতে থাকে উৎসুক দর্শকদের উল্লাস।

    আগামী সোমবার ২৭ জানুয়ারী এ মেলা শেষ হবে।মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে শতাধিক দোকান বসেছে। তারা বিভিন্ন পসরা সাজিয়ে বিক্রি করছেন আগত দর্শকদের নিকট। ষাঁড়ের লড়াই শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad