চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫৩ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||হুমায়ন কবির||চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পারকৃষ্ণপুর-মদনা এই ইউনিয়নে ৫৩ মুুুুুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরন করা হয়েছে।
উপজেলায় ঢুকতেই চোখে পড়বে মুক্তিযোদ্ধা শাহার আলী সড়কের নামফলক। খানিক দূর এগোলেই দেখা যাবে মুক্তিযোদ্ধা তমছের আলী সড়কের নামফলক। এভাবে মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, তমছের আলী, আজিম উদ্দীন, রেজাউল করিম, নুর হাকিম, আ. ওহাব, আলতাফ উদ্দীন, খাঁজা আবুল হাসনাথ, শাহার আলীসহ ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ৫৩ জনের ইউনিয়নের বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছে। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউপি চেয়ারম্যান বাংলাদেশ ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এস এম জাকারিয়া আলমের প্রচেষ্টায় ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুর নামকরণ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মির্জা সুলতান রাজা সেতু ও পরিষদ ভবনে মির্জা সুলতান রাজা মঞ্চ গড়ে তোলা হয়েছে।
শহীদ কুড়ন মন্ডল, ইছাহাক আলি, দাউদ আলী, বাহার আলী ও আ. মান্নানের নামে সীমান্তবর্তী হৈবৎতপুর গ্রামে গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষানাগার ভবন। এতে বেজায় খুশি বীর মুক্তিযোদ্ধারা।পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম জানান, মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ উপজেলার তার ইউনিয়নের ৫৩টি সড়কে ও একটি সেতুর নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের নামে।
দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আনারুল কবির বলেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যন সকল মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণসহ যা কিছু করেছে তাতে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো হয়েছে তার জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। আমি মনে করি চুয়াডাঙ্গা জেলাসহ সারা দেশে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে আরো অনেক কিছুই করার প্রয়োজন।
No comments
please do not enter any spam link in the comment box.