বেনাপোল ‘কমিউটার এক্সপ্রেস’র ট্রেনের নাম পরিবর্তন ||বেতনা এক্সপ্রেস নতুন নাম ||
খুলনার খবর২৪||বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে ক্ষণ গণনা থেকে শুরু করে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ঠিক তখনই খুলনা থেকে বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল ‘কমিউটার এক্সপ্রেস’র নাম পরিবর্তন করে করা হয়েছে নতুন নাম ‘বেতনা এক্সপ্রেস’।
এদিকে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ও খুলনা থেকে বেনাপোলগামী বেনাপোল কমিউটার এক্সপ্রেস নিয়ে যাত্রীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনে বৃহস্পতিবার অফিস আদেশের মাধ্যমে বেনাপোল কমিউটার এক্সপ্রেসের নাম পরিবর্তন করা হয়। নতুন করে বেতনা নদীর নামে নামকরণ করা হয় বেনাপোল "বেতনা এক্সপ্রেস"। এক্সপ্রেসটি শুক্রবার থেকেই যথারীতি চলাচল শুরু করেছে। বেনাপোল এক্সপ্রেস ও বেনাপোল কমিউটার এক্সপ্রেস নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি হওয়ায় এই নাম পরিবর্তন করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.