Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অবশেষে আজ খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা পেতে যাচ্ছেন তাদের কাঙ্খিত মজুরি স্কেল-২০১৫ এর মজুরি স্লিপ||খুলনার খবর২৪

    ফাইল ছবি
    খুলনার খবর২৪||আলহাজ্ব ইয়াকুব রাজা||দীর্ঘ আন্দোলনের পর অবশেষে খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা পেতে যাচ্ছেন তাদের কাঙ্খিত মজুরি স্কেল-২০১৫ এর মজুরি স্লিপ।

    গত মঙ্গলবার বিজেএমসির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সাধারণ সেবা) ও সচিবের দায়িত্বে থাকা মোঃ নাসিমুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা  দেওয়া হয়। ফলে গত ৪ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে পাটকল শ্রমিকরা (দৈনিক মজুরি ভিত্তিকসহ) মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী মজুরি পেতে যাচ্ছে। 
    পাটকলগুলোর সূত্র জানায়, মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের মজুরি বেড়েছে প্রায় দ্বিগুণ। খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, জেজেআই,খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম, ইস্টার্ণ,  ও কার্পেটিং ৯টি পাটকলে  নতুন মজুরি স্কেল অনুযায়ী ৪ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে প্রায় ৬ কোটি ৮৫ লাখ ৮১ হাজার টাকার মজুরি স্লিপ প্রদান করা হবে আজ বৃহস্পতিবার। আর সর্বশেষ ২০১৯ সালের ২৬ ডিসেম্বর এক সপ্তাহে পূর্বের মজুরি স্কেল অনুযায়ী মজুরি স্লিপ দেওয়া হয় ৩ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকার।

    প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, অনেক আশা-আকাঙ্খার প্রতিফলন মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী মজুরি স্লিপ বৃহস্পতিবার প্রদান করা হবে বেলা ১১টা থেকে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad