Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    চুয়াডাঙ্গার হাসপাতালে মৃত ঘোষনা, মা কোলে নিতেই নড়ে উঠলো নবজাতক||খুলনার খবর২৪

    ছবি-সংগৃহিত 
    খুলনার খবর২৪||চুয়াডাঙ্গায় সদ্যপ্রসূত জান্নাতুলকে মৃত ঘোষণা করা হয়েছিলো। এরপর অযত্নে অবহেলায় রেখে দেয়া হয়েছিলো খালি মেঝের ওপর। তারপর পলিথিনে মোড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলো হাসপাতালের আয়ারা।হঠাৎ এ সময় মায়ের ইচ্ছে হলো শেষবারের মতো একবার কোলে নিয়ে দেখি সন্তানকে। অমনিই মায়ের কোলে নড়ে উঠলো সদ্যভূমিষ্ঠ নবজাতক জান্নাতুল।

    এরপর জরুরিভাবে ডাক্তারকে ডাকা হলে। ডাক্তার এসে শিশু জান্নাতুলকে স্থানান্তর করলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে সুস্থ হয়ে উঠেছে জান্নাতুল।জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের মুদি দোকানি আবদুল হালিম ও জিনিয়া খাতুনের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। এরই মধ্যে জিনিয়ার গর্ভে সন্তান আসে। তাকে নিয়মিত চেকআপ করতেন জেলা শহরের উপশম নার্সিং হোমের স্বত্বাধিকারী ডা. জিন্নাতুল আরা। গত রোববার বিকেলে জিনিয়ার পেটে ব্যথা শুরু হলে তাকে নেয়া হয় ডা. জিন্নাতুল আরার কাছে। সেখানে তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন জিনিয়া। ভোর ৪টার দিকে কন্যাসন্তান প্রসব করেন জিনিয়া খাতুন। জিনিয়া খাতুন বলেন, ভোরে আমাকে বলা হলো বাচ্চা মারা গেছে। এরপর আমরা পরিবারের সবাইকে জানাই। দাফন কাফনের জন্যও প্রস্তুতি নিতে থাকে স্বজনরা।

    জিনিয়ার অভিযোগ,আমি ডাক্তারের কথায় বিশ্বাস করলে পলিথিনের মধ্যে আমার মেয়ে মরে থাকতো। এ ব্যাপারে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন বলেন, ‘সময় হওয়ার আগেই শিশুটি জন্ম নিয়েছে। তাকে ইনকিউবেটরের মধ্যে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আপাতত সে সুস্থ আছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad