খুলনাঞ্চলের উন্নয়নে কেডিএ-র মাস্টারপ্ল্যান ||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
মাস্টারপ্লান পুনমূল্যায়নসহ হলো, আন্তঃজেলা বাস টার্মিনাল আধুনিকায়ন, ফুলবাড়িগেট রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ, খুলনা সিটি আউটার বাইপাস, মুজগুন্নি জিমনেশিয়াম ও সুইমিং কমপ্লেক্স, মুজগুন্নি শিশুপার্ক পুনঃসংস্কারের জন্য সরকারি অর্থভুক্ত ৭টি প্রকল্প হাতে নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এসব প্রকল্পের ডিপিপি প্রণয়ন ও ফিজিবিলিটি স্ট্যাডি কাজ চলমান রয়েছে। এর মধ্যে মুজগুন্নি শিশুপার্কটিতে সংস্কার করে উন্মুুক্ত ওয়াকওয়ে নির্মাণ করা হবে। যেখানে নির্মল বিনোদনের পাশাপাশি জনগন হাঁটাচলা ও বিশ্রাম নিতে পারবেন।
গত রবিবার কেডিএ’র কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মুকিম সরকার (এসডিসি পিএসসি পিইঞ্জ)। তিনি বলেন, কেডিএ ময়ূরী আবাসিক এলাকার খেলাপী বরাদ্দ গ্রহীতাদের আরোপিত সার্ভিস চার্জ বাবদ ৩% এবং জরিমানা বাবদ ২% অর্থাৎ ৫% অর্থ মওকুফ করা হয়েছে। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) বরাদ্দকৃত জমির বরাদ্দের অর্থ পরিশোধ করা সংক্রান্ত বিষয়টি ১০ বৎসর যাবৎ ঝুলে ছিল। বকেয়া অর্থের জরিমানা মওকুফ করে জটিলতা নিরসন করা হয়েছে। এভাবে বিভিন্ন জটিলতা নিরসন করে কার্যক্রম চালিয়ে যেতে চাই। তিনি খুলনার উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় দ্রুততম সময়ের মধ্যে ময়ূরী আবাসিক এলাকার প্লট হস্তান্তর ও কেডিএ রেস্টহাউস নির্মান শেষ করার কথা বলা হয়।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সী মাহাবুব আলম সোহাগ, দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক তথ্যের সম্পাদক হাবিবুর রহমান, চিফ রিপোর্টার হাসান আহমদ মোল্লা, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মোঃ আনিস উদ্দিন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মাকসুদ আলীসহ আরো অনেকে।
No comments
please do not enter any spam link in the comment box.