Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা উদযাপন ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণগননা উদযাপন করে  সাতক্ষীরার সর্বস্তরের মানুষ। শুক্রবার দুপুরের পর থেকে সাতক্ষীরা কালেক্টরেট চত্ত্বরে সমবেত হন সহস্রাধিক মানুষ।বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর প্লাকার্ডে সজ্জিত হয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে বের হয় স্মরণকালের বৃহত্তম র‍্যালী।

    র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলিত হয় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। সেখানে জাতীয় অনুষ্ঠানমালার সাথে সঙ্গতি রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্থাপিত ক্ষণগণনা যন্ত্রে শুরু হয় কাউন্টডাউন। জাতির পিতার প্রতিকৃতিতে হাজারো জনতা জানান বিনম্র শ্রদ্ধা। সবাই গেয়ে ওঠেন জাতীয় সংগীত।

    সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে ছোট ছোট পতাকা আর ফেস্টুনে অপরূপ সাজে সাজানো হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারি, শিশু, কিশোর, তরুণ, তরুণী, যুব-বৃদ্ধ সবাই এসেছিলেন দল বেঁধে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্ষণগণনার অনুষ্ঠানে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতে।

    সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বর্ণ্যঢ্য অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad