রূপসায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত||খুলনার খবর২৪
প্রতিকি ছবি |
খুলনার খবর২৪||শরিফুল ইসলাম||রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র মারাত্বক আহত হয়েছেন।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কুদির বটতলায় এ ঘটনা ঘটে।এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের তিলক উত্তরপাড়া এলাকার চাল ব্যবসায়ী মো. ফজলু শেখ (৫৮) তার পুত্র নিয়ামুল শেখ (২৩)কে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুদির বটতলায় ফজলুর জামাই আলামিনের চায়ের দোকানে একই এলাকার জসিম নামের এক যুবক দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।এর কিছুক্ষণ পরেই আহত ফজলুর চালের দোকানে ঢুকে জসিমসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল একত্রিত হয়ে লাঠি, লোহার রড এবং ধারাল অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে পিতা ফজলু এবং পুত্র নিয়ামুলকে রক্তাক্ত জখম করে। সেই সাথে দোকানে থাকা চাল বিক্রয়ের নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ওই রাতেই আহত পিতা ও পুত্রকে প্রথমে রেভাঃ আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে নেন। চিকিৎসকরা রুগির অবস্থা আশংখা জনক হয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামরশ দেন।পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত রোববার আহত ফজলুর জামাই চা বিক্রেতা আলামিন রূপসা থানায় জসিমসহ ৫/৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments
please do not enter any spam link in the comment box.