গোপালগঞ্জে বাস দূর্ঘটনায় নিহত দুই নারী||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৮ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নবাড়ি নামকস্থনে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার চামটা গ্রামের নুর মোল্লার স্ত্রী রুবিচা বেগম (৪৭) ও একই উপজেলার মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালী বালা (৫২)।
স্থানীয়রা জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ভেন্নাবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ২ নারী নিহত হয়। এ সময় আরও কমপক্ষে ১৫ বাসযাত্রী আহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে্।
No comments
please do not enter any spam link in the comment box.