সাতক্ষীরা পৌর এলাকায় সাইক্লোন বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি রবি||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সাতক্ষীরা পৌর এলাকায় সাইক্লোন বুলবুল এর আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
গতকাল শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পৌরসভা চত্বরে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও জার্মান দূতাবাস বাংলাদেশ এর অর্থায়ণে এবং ব্র্যাকের সহযোগিতায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরা পৌর এলাকার ৭শ’৫০ জন শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ব্যাগ, খাতা ও পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ শেষে ফিতা কেটে ব্র্যাক আরবান প্রকল্পের সহায়তায় নাগরিক সেবার লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার পানির ট্রাক উদ্বোধন করেন এমপি রবি।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন সফি, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাকের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.