খুলনার রুপসায় হামলা ও লুটপাটের মামলায় ইউপি সদস্য কারাগারে||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||শরিফুল ইসলাম|| উপজেলার আইচগাতি ইউনিয়নের শোলপুর গ্রামের একটি বাড়িতে হামলা করে রক্তাক্ত জখম ও লুটপাটের মামলায় ইউপি সদস্য মনিরুল ইসলাম বুলু (৪৮)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল সোমবার (২০ ডিসেম্বর) খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুরকরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ১৪ মে রূপসা উপজেলার শোলপুর গ্রামের আলী আকবার খা’র পুত্র তসলিম খা’র নিজস্ব সম্পত্তির উপর থেকে এইক গ্রামের বাসিন্দা হিমু গোলদার, অভি গোলদার ও ইউপি সদস্য মনিরুল ইসলাম বুলু’র নেতৃত্বে তালগাছ কেটে নিয়ে যায়। তারপর বিষয়টি তাদের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলায় তসলিম খা’র ভাই তারিখ খা রক্তাক্ত জখম হয়। এসময় তাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় তসলিম খা বাদী হয়ে পরের দিন ১৫ মে রূপসা থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় গতকাল ইউপি সদস্য মনিরুল ইসলাম বুলু জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
No comments
please do not enter any spam link in the comment box.