মাগুরায় দূর্বৃত্তদের হামলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত||খুলনার খবর২৪
ছবি-গুগল ম্যাপ থেকে নেওয়া |
খুলনার খবর২৪||মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
গত সোমবার (১৩ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ মোল্লা (৬০) বলিদিয়া গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে। মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস বলেন, আবু সাইদ মোল্লা পাশের গ্রাম বড়রিয়ায় অনুষ্ঠিত ঘোড়দৌড় মেলা থেকে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে আনুমানিক রাত ৮টার দিকে বালিদিয়া মধ্যপাড়া নওশের শিকদারের বাড়ির সামনে কয়েকজন লোক তাকে কুপিয়ে হত্যা করে। ওসি বলেন, দীর্ঘদিন ধরে বলিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ও একই গ্রামের নূরুল ইসলাম মৃধার নেতৃত্বে দুই দল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংর্ঘষের ঘটনাও ঘটেছে। এর জের ধরেই এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ব্যাপারে এখনও কোন মামলা দায়েরের খবর জানা যায়নি।
No comments
please do not enter any spam link in the comment box.